মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোচালক হৃদয় (১৭) নামে এক কিশোরকে অটো গাড়িসহ অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ থাকে। পরে গভীর রাতে অপহরণকারীরা তার স্বজনদের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে বলে জানা গেছে।
অপহৃত হৃদয় উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় যাত্রী নিয়ে বের হয় কিন্তু রাতেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করলে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি ফোন রিসিভ করে মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মঠবাড়িয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অপহরণের ঘটনায় হৃদয়ের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।








Leave a Reply
You must be logged in to post a comment.