বঙ্গবন্ধুর মতো গোসল চাই – মৃত্যুর আগে মঠবাড়িয়ার হারুন অর রশিদ খানের অসিয়ত অনলাইন ডেস্ক:

অনলাইন ডেস্ক ।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী হারুন অর রশিদ। যিনি রাজনৈতিক মহলে সবার কাছে পরিচিত “চাক্কা হারুন” তিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন আওয়ামী দলীয় রাজনীতিতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন তিনি। কর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ও অমায়িক আচরণে তিনি সবার কাছে ছিলেন প্রিয়মুখ।

কিন্তু মৃত্যুর আগে তিনি জানিয়ে গিয়েছিলেন একটি গভীর ও হৃদয়স্পর্শী ইচ্ছা। সাংবাদিক আব্দুর রহমান আল নোমান এক ফেসবুক পোস্টে তাঁর স্মৃতিচারণায় জানান, করোনাকালীন সময় (০৭ জুন ২০২০) হারুন অর রশিদ তাঁর অফিসে এসে কিছু সময় কাটান। আলাপের এক পর্যায়ে জীবনের কষ্ট, ত্যাগ আর দলীয় অবহেলার কথা বলতে বলতে তিনি বলেন, “আমি আওয়ামী লীগের জন্য অনেক শ্রম দিয়েছি, সময় দিয়েছি। কিন্তু দল কখনো কিছু দেয়নি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণ দিয়ে ভালোবাসি।”

এরপর তিনি নিজের হাতে এক আবেগময় লেখা নোমানকে দেন, যেখানে তিনি লিখে যান তাঁর শেষ ইচ্ছা, “আমার মৃত্যুর পর যেন আমাকে ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয় এবং মার্কিন কাপড়ের কাফনে জানাজা দেয়া হয়। যেই সাবান ও কাপড় দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করানো হয়েছিল, আমি চাই, আমাকেও সেভাবেই বিদায় জানানো হোক।”

এটাই ছিলো ত্যাগী আওয়ামী কর্মী হারুন অর রশিদের শেষ দাবি। সাংবাদিক নোমান জানান, তাঁর এই অমূল্য লেখা এখনো তাঁর ডায়েরিতে সংরক্ষিত আছে। তিনি আরও বলেন, “আমি চেষ্টা করছি এই সংবাদটি তাঁর স্বজন ও আওয়ামী পরিবারের কাছে পৌঁছে দিতে। যদি কেউ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগে সাহায্য করতে পারেন, অনুগ্রহ করে বিষয়টি জানাবেন।”

About The Author

Leave a Reply