মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান আর নেই

 

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. হারুন অর রশিদ খান ছিলেন মঠবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনের এক পরিচিত ও জনপ্রিয় মুখ। তিনি আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ছিলেন নীতিবান, কর্মঠ ও জনগণের নেতা। এলাকায় তিনি একজন মানবিক, সদালাপী ও সমাজসেবক হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন তুখোড় বক্তা এবং সুমধুর কণ্ঠে গান গাইতে ভালোবাসতেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসার জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে মঠবাড়িয়া রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

About The Author

Leave a Reply