মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলায় একটি আধুনিক পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্মিতব্য এই সাব-স্টেশনের জন্য উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে জমি অধিগ্রহণের লক্ষ্যে আজ (বুধবার) সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) পিএলসি’র প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জানা গেছে, সাব-স্টেশনটি নির্মাণ হলে মঠবাড়ীয়া উপজেলাসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আসবে এবং ভোল্টেজ ওঠানামা ও ঘন ঘন লোডশেডিং সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে এবং পরবর্তীতে সাব-স্টেশন নির্মাণের কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, সাব-স্টেশন নির্মাণের মাধ্যমে মঠবাড়িয়ার উন্নয়নযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।








Leave a Reply
You must be logged in to post a comment.