ভাতা বাড়ানোর দাবিতে মঠবাড়িয়ায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন

 

 

সাইফুল ইসলাম: পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষক-কর্মচারীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মঠবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক গোলাম সরোয়ার রনজু। উপস্থিত ছিলেন সদস্য সচিব হাবিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবু জাফর, তৌহিদুল ইসলাম মামুন, তারিকুল ইসলাম, শিক্ষক নেতা জাকির হোসেন, মোতালেব হোসেন, শাহীন মিয়া প্রমুখ শিক্ষক নেতারা। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা অবহেলিত ও বঞ্চিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। অথচ তাদের ন্যায্য প্রাপ্য এখনো নিশ্চিত হয়নি। সরকারের উচিত শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা। সমাবেশে উপস্থিত শিক্ষকরা জানান, তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি সারাদেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে একই দাবিতে প্রতিটি উপজেলায় কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষক নেতারা বলেন, এই দাবি পূরণ হলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং শিক্ষক সমাজের মর্যাদা সুসংহত হবে।

About The Author

Leave a Reply