মঠবাড়িয়ায় উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান

 

 

মঠবাড়িয়া প্রতিনিধি:বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব জে. বি. এম. হাসান আজ মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) মঠবাড়ীয়া উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করেছেন।

পরিদর্শন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় বিচারপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, “মাননীয় বিচারপতির এ সফর আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং প্রশাসনিক ও বিচার ব্যবস্থার উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ, পিরোজপুর এবং বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পিরোজপুরসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বিচার বিভাগের কার্যক্রমের মানোন্নয়ন ও স্থানীয় বিচার ব্যবস্থার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণের অংশ হিসেবেই এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

About The Author

Leave a Reply