মঠবাড়িয়া প্রতিনিধি: দেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের সম্মিলিত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, স্বাস্থ্য সহকারী তমা রানী, পরিবার কল্যাণ সহকারী যুথি খানম ও পরিবার পরিদর্শক মোহাম্মদ আশীষ কুমার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
জাতীয় টিকাদান কর্মসূচির (EPI) আওতায় পরিচালিত এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের নিচের সব শিশু ও কিশোর-কিশোরীকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রদান করা হচ্ছে। সরকারের লক্ষ্য, এই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে প্রায় ৫ কোটি শিশুকে টিকা প্রদান করা।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাকিল সরোয়ার বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর কারণে এখন এটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই এই টিকা আমাদের শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে।”
তিনি আরও জানান, প্রথম পর্যায়ে স্কুলভিত্তিক টিকাদান চলবে ১০ কর্মদিবস পর্যন্ত, পরে নির্ধারিত ইপিআই কেন্দ্রে টিকা প্রদান অব্যাহত থাকবে।
স্বাস্থ্য সহকারী মো. নাসির উদ্দিন বলেন, “আমরা চাই যেন প্রত্যেকটি শিশু এই টিকার আওতায় আসে। এজন্য স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় এই টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। WHO অনুমোদিত এই টিকা এক ডোজেই প্রায় পাঁচ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করে।
টাইফয়েড জ্বর এখনো বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সমস্যা। প্রতি বছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয় যার মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ। তাই সরকারের এই উদ্যোগকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।








Leave a Reply
You must be logged in to post a comment.