বেতন বৈষম্য নিরসনে মঠবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের স্মারকলিপি: ইপিআই বন্ধের হুঁশিয়ারি

মঠবাড়িয়া প্রতিনিধি: নিয়োগবিধিতে স্নাতক স্বাস্থ্য সহকারীদের জন্য ১৪তম গ্রেড এবং ডিপ্লোমা প্রশিক্ষণ সম্পন্নকারীদের জন্য ১১তম গ্রেডের মর্যাদার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীরা স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো: ফেরদৌস ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা এবং মঠবাড়িয়া স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।

পিরোজপুর জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন বলেন, “দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও আমাদের পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূর হয়নি এবং বেতন কাঠামোতেও চরম বৈষম্য বিদ্যমান। আমরা টেকনিক্যাল কাজ করেও নানাবিধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি।” তিনি আরও বলেন, “গত জুলাই মাসের মাঝামাঝি থেকে সারাদেশে আমরা সকল প্রকার রিপোর্ট ও রিটার্ন জমা দেওয়া বন্ধ রেখেছি। একই সাথে টিসিবি (Typhoid Conjugate Vaccine) ক্যাম্পেইন সম্পর্কিত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ইপিআই (Expanded Program on Immunization) সহ টিসিবি (Typhoid Conjugate Vaccine) ক্যাম্পেইন বন্ধ থাকবে। তাই অনতিবিলম্বে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে কাজে ফিরতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, পাঁচ কোটি মানুষের টাইফয়েড টিকা প্রয়োগের কার্যক্রম ব্যাহত হবে।”

সংগঠনের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোস্তফা কামাল বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্যসেবার তৃণমূল পর্যায়ের অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আশা করি সরকার দ্রুত আমাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

স্বাস্থ্য সহকারীদের এই আন্দোলন তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদ। তাদের দাবি পূরণ না হলে সারাদেশে চলমান টিকাদান কর্মসূচি ও অন্যান্য স্বাস্থ্য কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

About The Author

Leave a Reply