অনলাইন ডেস্কঃ“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, মোহাম্মদ আশরাফুল আলম খান, এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বেসরকারি সংস্থা প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের অধিকার সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার। ডিজিটাল যুগে তথ্যপ্রাপ্তি সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ প্রশাসনিক কাজে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.