মঠবাড়িয়ায় সরকারি জমি উদ্ধার, উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার ভূমি

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ০.১০ একর সরকারি (ভিপি) জমি উদ্ধার করেছে প্রশাসন।

প্রশাসনের পরিচালিত এ অভিযানে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি পুনরুদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত জমিতে সাইনবোর্ড টাঙিয়ে সরকারের দখল নিশ্চিত করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম। তিনি বলেন, “সরকারি সম্পত্তিতে সরকারের স্বার্থ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সরকারি সম্পত্তি অবৈধ দখল থেকে মুক্ত থাকে।

About The Author

Leave a Reply