স্টাফ রিপোর্টার:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১০নং হালতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, রিয়াজুল আলম ঝনো মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি হালতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান।
Leave a Reply
You must be logged in to post a comment.