মঠবাড়িয়ার ৭৭টি পূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা মামুন খানের অনুদান বিতরণ

 

অনলাইন ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মঠবাড়িয়া উপজেলার ৭৭টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর. মামুন খান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদান তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম। এ সময় আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে. এম. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক বাদল, সংস্কৃতিজন শিবু সাওজাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস।

এ ছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত থেকে অনুদান গ্রহণ করেন।

About The Author

Leave a Reply