অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে অনশন করেছেন আবুল কাসেম মুন্সি (৭৫) নামে এক বৃদ্ধ। তবে বিষয়টি জানাজানি হলে ওই নারী আত্মগোপনে চলে যান।
শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আবুল কাসেম মুন্সি মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার কথা বলে দাবি করেন বৃদ্ধ আবুল কাসেম।
বৃদ্ধের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ওই নারী তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দেন। অনেক খোঁজাখুঁজির পর আসল বাড়ি খুঁজে পাওয়ার পর তিনি অনশনে বসেন। তার দাবি—“হয় টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে।”
এলাকাবাসীর অভিযোগ, ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তারা মনে করেন, এমন প্রতারণা ঠেকাতে ওই নারীর শাস্তি হওয়া জরুরি।
ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ ফকির বলেন, “তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন। বর্তমানে ওই বৃদ্ধ আর অনশনে নেই। তবে এরপর থেকে তাদের বিষয়ে আর কোন খবর পাওয়া যায়নি।”
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, “আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply
You must be logged in to post a comment.