, ,

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের ডাকাতিয়া-আঙ্গুলকাটা খাল পরিষ্কার উদ্যোগ

মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ও দাউদখালী ইউনিয়নের মধ্যে প্রবাহিত ডাকাতিয়া-আঙ্গুলকাটা খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খালটির প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে আনার মাধ্যমে স্থানীয় কৃষি, মৎস্য ও পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ধাপে ধাপে মঠবাড়িয়ার অন্যান্য খালও পরিষ্কার করা হবে। এর ফলে উপজেলার জলাবদ্ধতা দূর হবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন খালটি অবহেলিত থাকায় পানি চলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

About The Author

Leave a Reply