পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে দুই জামায়াত নেতার নামে ডাকযোগে উড়োচিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। সেই চিঠি প্রাপ্তির পর ওই জামায়েত নেতারা উভয়েই উপজেলা জামায়াতের ঊর্ধ্বতন নেতাদের পরামর্শে নেছারাবাদ থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে জানাযায়, শনিবার স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে। চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়। একই সঙ্গে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। চিঠির খামের ওপর প্রেরকের নাম মো. কবির মিয়া, ঠিকানা নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম বলে উল্লেখ রয়েছে। এর পূর্বে ১৩ আগস্ট একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকেও রাজনীতি ছাড়ার জন্য চিঠিতে হুমকি দিয়ে রেজিস্ট্রিচিঠি দেওয়া হয়। ওই চিঠির খামের ওপরে প্রেরকের নাম লেখাছিল মো. জাহিদ সিকদার। তিনি স্বরূপকাঠি উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌরশাখার আমির মাওলানা মো.জহিরুল ইসলাম জানান,আমাদের দলের ইউনিয়নের দুইজন নেতাকে ডাকযোগে রেজিস্ট্রিচিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখকরে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বনি আমিন গণমাধ্যম কর্মীদেরকে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে উল্লিখিত মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পেরেছি, নম্বরগুলো চট্টগ্রামের। তারপরও বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.