, , ,

মঠবাড়িয়া, ভাণ্ডারিয়ায় ও কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

 

নিজস্ব প্রতিনিধি :

স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে প্রযুক্তি নির্ভর আধুনিক মৎস্য চাষ ও উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টি চাহদা পূরনে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ বক্তব্য সামনে রেখে আজ সোমবার (১৮ আগস্ট) সকালে মঠবাড়িয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ,প্রণিসম্পদ কর্মকর্তা দীনেশ মজুমদার, থানার অফিসার ইনচার্জ তদন্ত মো.আবদুর হালিম তালুকদার, এনসিপি প্রতিনিধি মো. মিজানুর রহমান, , বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর শাখার সভাপতি মো. জসিম উদ্দিন ও জামাত ইসলামী বাংলাদেশ নেতা সাংবাদিক মো. আবুল বাসার।
সভায় বক্তারা আধুনিক মাছ চাষ সম্প্রসারণে জন্য তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
শেষে সফল মাছ চাষিদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়াও পিরোজপুরের ভান্ডারিয়ায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ বক্তব্য সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার ।
পরে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আরেঅচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার । সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, এসডিএফ ম্যানেজার তৌহিদুল ইসলাম,মৎস্যজীবী প্রতিনিধি মো. কামাল হোসেন তালুকদার, মো. ফজলুলহক, মৎস্য চাষী মো. জিয়া ইসলাম।
বক্তারা বলেন, আমাদের দেশ থেকে দেশীয় প্রজাতির অনেক প্রকার মাছ হারিয়ে গেছে। নিষিদ্ধ সময়ে মাছধরা থেকে বিরত থাকা এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
শেষে সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে পিরোজপুরে কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনের সোমবার (১৮ আগস্ট) বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যা নদী তীরবর্তী লঞ্চঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী থানার ইন্সপেক্টর তদন্ত এবাদ আলী মোল্লা, মৎস্য নেতা আব্দুল জলিল, মোতালেব হাওলাদার প্রমুখ।
শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ বরা হয়। এছাড়া পাঁচজন সফল মাছ চাষীকে প্রত্যেককে পাঁচ কেজি করে মাছের পোনা বিতরণ হয়। এছাড়া সন্ধ্যা নদীতে ৩০ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করা হয়।

About The Author

Leave a Reply