, ,

যুব দিবসে পিরোজপুরে তরুণ উদ্যোক্তা আরাফাত হোসাইন মিরাজকে সম্মাননা

বিশেষ প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন তরুণ উদ্যোক্তা, “আমাদের মঠবাড়িয়া” ও “মঠবাড়িয়া ই-বাজার”-এর প্রতিষ্ঠাতা আরাফাত হোসাইন মিরাজ।

মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক জনাব মো. আশরাফুল আলম খান এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রের সফল তরুণ ও তরুণীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সম্মাননা প্রাপ্ত আরাফাত হোসাইন মিরাজ বলেন, “এ স্বীকৃতি আমার কাজের প্রতি অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। আমি চাই, তরুণরা প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলুক।”

About The Author

Leave a Reply