শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননায় মঠবাড়িয়ায় জাঁকজমকপূর্ণ যুব দিবস উদযাপন

মঠবাড়িয়া প্রতিনিধি: মঠবাড়িয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং যুবকদের মাঝে সনদপত্র ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ূম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের অগ্রযাত্রায় যুব সমাজই সবচেয়ে বড় শক্তি। তারা যদি সঠিক পথে পরিচালিত হয়, তাহলে দেশ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিশ্বে অগ্রগামী হতে পারবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের হাতে প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র এবং স্বনির্ভর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে ঋণ বিতরণের চেক তুলে দেন অতিথিরা। এছাড়াও উদ্যোক্তা যুবকদের সফলতার গল্প তুলে ধরা হয় এবং অন্যদের অনুপ্রাণিত করার জন্য তাদের সম্মাননা প্রদান করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শেষ হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

 

 

About The Author

Leave a Reply