ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসা ছাত্র নিহত

পিরোজপুরে বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসা ছাত্র নিহত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার কদমতলায় কালভার্টে রডের কাজ করার সময় পাশের বিদ্যুতের তারে জড়িয়ে মোঃ মারুফ শেখ (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় হাজী বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ স্থানীয় একটি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। সে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আলাউদ্দীন শেখের পুত্র।
নিহতের চাচা আল আমীন এবং সাথে থাকা মেঝ ভাই মাহাফুজ শেখ জানায়, কদমতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হাজী বাড়ীর সামনে কালভার্টের নির্মাণ কাজে ব্যবহৃত রড সরানোর সময় বিদ্যুৎ সংযোগের তারে রডের সংযোগ হলে সে বিদ্যুতায়িত হয়। পরে অচেতন অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, মারুফ শেখ নামের কিশোর ছাত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে এবং তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...