ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

মঠবাড়িয়ায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিজানুর রহমান পিঞ্জুর (৪২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের দক্ষিণ বন্দও জামে মসজিদ পুকুর হতে ওউ যুবকের লাশ উদ্ধার করে এলাকাবাসি। মৃত মিজানুর রহমান পৌর শহরের দক্ষিণ বন্দও মহল্লার মজিবুর রহমান মজনুর বড় ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দুপরে পৌর শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদের পুকুরে গোসল করতে যায়। এসময় সে ঘাটে অজ্ঞান হয়ে পা ফসকে সে পুকুরে ডুবে যায়। এর কিছুক্ষন পর ওই যুবকের বাবা ওই পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে উপর ছেলের জুতা পরে থাকতে দেখেন। পরে স্থানীয়দের ডেকে এনে পুকুরের তলদেশ থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত যুবকের বাবা মজিবুর রহমান মজনু জানান, তার ছেলে শৈব থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। পুকুরে গোসল করতে গিয়ে অজ্ঞান হয়ে সে পানিতে ডুবে যায়।

 

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...