
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া -পাথরঘাটায় আঞ্চলিক মহাসড়কে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪২) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক মো. তৈয়ব আলী (২৬) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত মো. আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তায় বিআরটিসি বাসের হেডলাইট জ্বালানো ছিল না।
প্রতক্ষ্যদর্শী আল আমিন ও আজমীর হাছান জানান, পাথরঘাটার চরদুয়ানি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাসটি ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবুল কালাম মারা যান। পরে আহত মোটরসাইকেলচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।