ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়া আইটি ট্রেনিং সেন্টারে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

মঠবাড়িয়া আইটি ট্রেনিং সেন্টারে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সজীব ওয়াজেদ জয় ফিউচার স্টুডিও অ্যান্ড আইটি ইন্ডাস্ট্রি এর অঙ্গ প্রতিষ্ঠান মঠবাড়িয়া আইটি ট্রেনিং সেন্টারে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, এছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিচালন ও পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব কুমার ঠাকুর, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মাদ কামাল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, ছাত্রনেতা তুষার আহমেদ মিলন সহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের মঠবাড়িয়া আইটি সেন্টারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর মঠবাড়িয়া আইটি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমরান হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, আমরা মঠবাড়িয়াকে স্মার্ট উপজেলায় পরিণত করতে বদ্ধপরিকর। অত্র উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি সেবার গুরুত্ব অপরিসীম বলে মনে করি। এজন্য গরিব ও মেধাবী ছেলেমেয়েদেরকে আইটি প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছি, তাদের মেধা বিকাশের জায়গা তৈরি করে দিয়েছি আমরা। আমরা ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই যাতে করে ফ্রিল্যান্সাররা নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি করতে পারেন। মূলত বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ভাইকে স্মার্ট ওয়ার্ল্ড এর আইকন হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি করতে কাজ করে যাচ্ছি।

এরপর বিশেষ অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি রিয়াজ উদ্দিন আহমেদ তার বক্তব্য প্রদান শেষে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা এমাদুল হক খান। তার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপনী ঘোষণা করা হয়।

এরপর ক্লাস সিডিউল অনুযায়ী প্রথম দিনের ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উপস্থিতিতে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস পরিচালনা করেন আইটি সেন্টারের গ্রাফিক্স ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান মেহেদী হাসান।


Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...