ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাবসায়ি আসাদুল চারদিন ধরে নিখোঁজ

মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাবসায়ি আসাদুল চারদিন ধরে নিখোঁজ

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্রাক ব্যাংকিংয়ের এজেন্ট ব্যাবসায়ি মো. আসাদুল হক আসাদ (৪০) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে বাসা থেকে ১৪ লাখ টাকা ব্যাগে করে নিয়ে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হয়ে অদ্যবধি বাসায় ফেরেননি।
নিখোঁজ তরুণ ব্যাবসায়ি আসাদুল হক পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকার মৃত ফজলুল হক মাষ্টারের ছেলে ও মেসার্স হক এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী। ঘটনার দিন গত মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদুল হকের স্ত্রী স্কুল শিক্ষিকা আখতার জাহান মঠবাড়িয়া থানায় স্বামী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানা ও পারিবারিক সূত্রে সুত্রে জানাগেছে, তরুণ ব্যাবসায়ি আসাদুল হক মঙ্গলবার খুব সকালে একটি ব্যাগে করে(আগের দিন সোমবার উত্তরা ব্যাংক মঠবাড়িয়া শাখা থেকে উত্তোলন করা গ্রাহকদের) ১৪ লাখ টাকা নিয়ে মোটটরসাইকেল যোগে শহরের কলেজ রোডের বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আখতার জাহান তার ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পান। অনেক খোঁজাখুজির পর তার কোনো সন্ধান মেলেনি। তবে আসাদের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবিসহ শহরের কে.এম.লতিফ সুপার মার্কেটের সড়কের পাশে পাওয়া যায়।

নিখোঁজ ব্যাবসায়ি আসাদের স্ত্রী আখতার জাহান খান জানান, তার স্বামী মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে টাকা নিয়ে শহরের লেপপট্টি ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরে জরুরী কাজে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাইনি। পওে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ব্রাক ব্যাংকিং এজেন্ট মালিক নিখোঁজের বিষয়ে জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ওই ব্যবসায়িকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন-সামাজিক কিংবা ব্যবসায়িক কারনে ওই ব্যবসায়ী আত্মগোপনে আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...