ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা

পিরোজপুর প্রতিনিধি 🔴
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের বাস টার্মিনাল থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ এর আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু মো: সাজ্জাদ হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক বিভাগের নির্বাহী পরিচালক তুহিন আল মামুন, বিআরটিএ এর ইন্সেপেক্টর আব্দুল মতিন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

এসময় বক্তারা বলেন জাতীয় নিরাপদ সড়ক দিবসটি আমরা পালন করি নিরাপদ যাত্রা ও সচেতনতা সৃষ্টি করার জন্য। যাতে করে চালক সহ সাধারণ মানুষ চলাচলে সচেতন হয়। প্রতি বছর সড়ক দূর্ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। আমাদের দেশের অধিকাংশ হাটবাজার, দোকান রাস্তার পাশে বসে , বাজারের মধ্য দিয়ে অনেক রাস্তা চলে গেছে। মানুষের অসচেতনতার ফলে প্রতিদিনই ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। এসব দূর্ঘটনা এড়াতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। একটি দূর্ঘটনা শুধু একজনেরই প্রান নেয় না পথে বসিয়ে দেয় একটি পরিবারকে। জীবন চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না তাই আমাদের সচেতন হতে হবে। সড়কে কোন প্রতিযোগীতা নয়, নিরাপদ সড়ক নিরাপদ যাত্রা অধিক সচেতনতা নিয়েই আমাদের চলাচল করতে হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...