ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - এক শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আকুতি

এক শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আকুতি


বিশ্ব আজ অতিক্রম করছে এক ভয়াবহ অধ্যায়।যে ভয়াবহতায় প্রান হারাচ্ছে লাখো মানুষ।হ্যাঁ,মহামারি করোনা ভাইরাসের কথাই বলছি।মানবসভ্যতা আজ হার মেনেছে এক ক্ষুদ্র অণুজীবের কাছে।শুরুটা চীন থেকে হলেও লাশের মিছিল আজ বিশ্বজুড়ে।আর সেই ভয়াল থাবা থেকে বাদ পরেনি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান,অফিস আদালত,যোগাযোগ পরিবহন,ইত্যাদি সর্বোপরি জনজীবনের নিত্য কর্মযজ্ঞ বন্ধ রয়েছে।(সরকার মার্চ মাসে বন্ধ করলেও আমরা ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই মাদরাসায় ক্লাস করা যাওয়া বন্ধ করে দিছি কারন আমরা এস এস সি পরীক্ষার্থী ছিলাম)সেই থেকে গননা করলে দীর্ঘ ১বছর।
মাদ্রাসায় কাটানো দিনগুলো সবার কাছেই সোনালি স্মৃতির মতো।ছুটি সবারই পছন্দ হয়তো ক্লাস, পরিক্ষা,
প্রেজেন্টেশন,অ্যাসাইনমেন্ট ইত্যাদি। এতসব চাপে কয়েকটা দিন ছুটি সবারই কাম্য ছিল।কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!প্রায় ১ বছর ধরে গৃহবন্দি।এমনটা হয়তো কারো কাম্য ছিলোনা।মাদ্রাসায় কাটানো দিনগুলোর সাথে সবাই এতটাই মিশে গিয়েছে যে,প্রতিনিয়ত সেই অভাবটা উপলব্ধি হয়।তবুও সাবধানতার জন্য,সুস্থ থাকার জন্য,বেঁচে থাকার জন্য,
সবাই এই অবস্থাটাকে মেনে নিয়েছে।

প্রিয় মাদরাসা হয়তো এখন আর আগের মত নেই।চিরচেনা কোলাহলময় পরিবেশ নেই,শান্ত চত্বর এখন সম্পুর্ন শান্ত,কাঁঠালতলায় কেউ বসে পূর্বের ন্যায় আর আড্ডা দিচ্ছেনা।কতই না দূরান্তপন এর সাথে কাটিয়েছি দিনগুলো!মাদরাসায় গিয়ে সাথে সাথে সেই কথোপকথন, আড্ডা আজ শুধু মনে পড়ে।কোথায় যেন হারিয়ে গেল সুখ-দুঃখে,আনন্দে উচ্ছাসে মেতে ওঠা দিনগুলো। কেমন যেন নিশ্চুপ হয়ে রইল শান্ত চত্বর,কাঁঠালতলা,বকুলতলা,কমনরুম,লাইব্রেরি,ক্লাসগুলো।আজ শুধু ঘরে বসে সেই দিনের অপেক্ষা,কবে কখন কেউ ফোন দিয়ে জিজ্ঞাস করবে,দোস্ত আজ কি ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট জমা নিবে?

শিক্ষার্থীদের মনে একটাই শুন্যতা,ক্যাম্পাসের কাটানো দিনগুলো।একটাই আক্ষেপ লকডাউনের একাকিত্ব,একটাই আশা,আবার ফিরে আসবে সেই আড্ডা,এই প্রতাশ্যাই সবার মনে,আশা করি ফিরে আসব এক সুস্থ শহরে,আবার দেখা হবে,আবার আড্ডা হবে।

সুমাইয়া আক্তার(ছোট্ট)
আলিম ১ম বর্ষ
বান্ধবপাড়া ছাঃ সিঃ মাদ্রাসা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...