ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কাউখালীতে স্বেচ্ছাশ্রমে মরা খাল খনন

কাউখালীতে স্বেচ্ছাশ্রমে মরা খাল খনন


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে গ্রামের মরা খাল পানির প্রবাহ ফেরাতে গ্রামবাসী মিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বুধবার উপজেলার ৩নং ইউনিয়নের কেউন্দিয়া গ্রামবাসী মিলে ডাকুয়াবাড়ী খাল খননের কর্মসূচি শুরু করেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে উপজেলার কেউন্দিয়া গ্রামের প্রায় এক কিলোমিটার আয়তনের ডাকুয়াবাড়ি খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায় এতে এলাকার কৃষি ও পরিবেশ বিনষ্ট হয়। নাব্যতা হারানো খালে পানি প্রবাহ বন্ধ থাকার ফলে অত্র এলাকার প্রায় ৫ শত একর ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়। সেচ সংকট এর অভাবে ফসল মার খেয়ে প্রতি বছর কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এলাকার বিপন্ন কৃষকরা নাব্যতা হারানো খালে পানি প্রবাহ সচল করার জন্য কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যেগে সেচ্ছাসেবীদের ভিত্তিতে এক কিলোমিটার দৈর্ঘ্য খাল খননের উদ্যোগ নেন। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করা হয়। এতে এলাকার যুবক এবং ভুক্তভোগীরা অংশ নেন।
স্থানীয় স্থানীয় ভুক্তভোগী কৃষক মোঃ আফজাল ডাকুয়া বলেন, গ্রামের ভেতর প্রায় ২০০ বছরের পুরনো এইখাল এলাকার কৃষি সেচ ব্যবস্থায় ব্যাপক ভূমিকা পালন করে আসছিল। খালটি খননের অভাবে গত চার যুগ আগে নাব্যতা হারায়। তাই গ্রামবাসী মিলে স্বেচ্ছাশ্রমে খনন করে পানির প্রবাহ ফেরানোর চেষ্টা চলছে। গ্রামবাসীরা এ কাজে সাড়া দিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বলেন,
কালটি বহুযুগ ধরে মরা খালে পরিণত হয়েছে। এটি খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়েও প্রতিকার মেলেনি ফলে ক্ষতিগ্রস্থ কৃষকরা নিজেদের উদ্যোগ স্বেচ্ছাশ্রমে খালটি খননের উদ্যোগ নিয়েছে।

কাউখালীর উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু বলেন, গ্রামের কৃষির উন্নতির জন্য খালের পানি প্রবাহ জরুরি। কয়েক যুগ ধরে সংস্কার না হওয়ায় বিপন্ন কৃষকরা নিজেরা মিলে একটি সংস্কার করছে। গুরুত্বপূর্ণ বিধায় সরকারী ভাবে খালটি খনন করা একান্ত প্রয়োজন।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা খালেদা খাতুন রেখা কালের কণ্ঠকে বলেন, খাল খননের বিষয়টি আমার জানা নেই। কৃষি ও পরিবেশ এর স্বার্থে স্বেচ্ছাশ্রমে খাল খনন একটি মহৎ উদ্যোগ। আমি খালটি সরজমিনে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...