ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় খুলিবিহীন শিশুর জন্ম

মঠবাড়িয়ায় খুলিবিহীন শিশুর জন্ম


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালে আজ রবিবার ৬ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় খুলিবিহীন একটি ছেলে শিশুর জন্ম হয়েছে।

জানা গেছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মেহেদী হাসানের স্ত্রী মুন্নি আক্তারের সিজারিয়ান অপারেশনে একটি খুলিবিহীন ৩ কেজি ওজনের ছেলে শিশুর জন্ম হয়েছে।
বাচ্চাটির মাথায় চাড়া না-থাকার কারণে মগজের কিছু অংশ বাহিরে বের হয়ে আছে। মগজের উপরে শুধু একটি আবরণের মতো দেখা যাচ্ছে। বাচ্চাটি এখনো বেচে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ রাকিবুর রহমান ও ডা: পবিত্র মন্ডল জানান, খুলিবিহীন বাচ্চাদের এন এন ক্যাফালী রোগ বলা হয়। এন এন ক্যাফালী একটি জন্মগত রোগ। এটা সাধারণত ভিটামিন, আয়রন, ফলিক্যাসিট এর অভাবে হয়ে থাকে। এজন্য বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়েদের এ ধরনের অভাব পূরণে সর্বদা ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...