ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ভাণ্ডারিয়ায় স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন

ভাণ্ডারিয়ায় স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন


ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বাস্থ্য সহকারির পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরনের দাবিতে ভান্ডারিয়া উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘আপনার শিশুকে টিকা দিন’ লেখা ফেষ্টুন (পতাকা) গায়ে জড়িয়ে আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে এ কর্মবিরতি পালিত হয়। এতে উপজেলায় কর্মরত ৩৭ জন স্বাস্থ্য সহকারি এ কর্মবিরতিতে অংশ নেন।

এ সময় বক্তব্য দেন, , পিরোজপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন, উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এ জেড সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার প্রমূখ।

এসময় স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।অন্যথায় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনিদ্রিষ্ট সময়ের জন্য বন্ধ করে কর্মবিরতি পালন করারও হুঁশিয়ারি দেওয়া হয়।

আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা জানান, ১৯৯৮ সালের ডিসেম্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল তা দ্রুত বাস্তাবায়নের দাবী নিয়ে আজ এ কর্মবিরতি পালন করা হচ্ছে । তাদের কারণেই বাংলাদেশ বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তারা নানাভাবে অবহেলার শিকার হচ্ছে। দাবি আদায়ে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে তারা ঘোষণা দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...