ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় ২০ কেজি ওজনের ১০ ফুট লম্বা অজগর আটক

মঠবাড়িয়ায় ২০ কেজি ওজনের ১০ ফুট লম্বা অজগর আটক


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বলেশ্বর নদের তীরবর্তী চরকগাছিয়া গ্রামের একটি গরুর খামার সংলগ্ন মাঠ থেকে গ্রমবাসীরা এটিকে আটক করে। পরে সাপটিকে বাগেরহাট শরণখোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অগজরটি ১০ফুট লম্বা, ওজন আনুমানিক ২০ কেজি হবে। এ নিয়ে একই স্থান থেকে গত ১৫ দিনে দুইটি অজগর সাপ উদ্ধার করা হল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে বলেশ্বর নদের তীরবর্তী চরকগাছিয়া গ্রামে ড. জহুরুল হুদার গরুর খামার সংলগ্ন মাঠে এক শ্রমিক গরুর জন্য ঘাস কাটতে গেলে সাপটিকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে গ্রামবাসীকে খবর দিলে তারা এটি ধরার চেষ্টা করে। একপর্যায়ে সাপটিকে জালদিয়ে আটক করে মাথা চেপে ধরে অন্যরা দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বেঁধে একটি গাছের সঙ্গে আটকে রাখেন। পরে বাগেরহাট বগী টহলবাড়িয়া শরণখোলা রেঞ্জের বনকর্মকর্তা আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

গুরুর খামার পরিচর্যাকারী জাকির হোসেন বলেন, এখান থেকে সুন্দরবন পাঁচ-সাত কি.মি দূরে থাকায় জোয়ারের পানিতে অথবা বন্যার পানিতে ভেসে অজগরটি লোকালয়ে আসতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, বন্যপ্রণী নিধন নিষিদ্ধের কারণে সাপটি জব্দ করা হয়েছে। এটিকে শরণখোলা রেঞ্জের বগী বনবিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...