ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় ভ্রম্যমান আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়ায় ভ্রম্যমান আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৌর শহরের ৬টি ও তুষখালী বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারি পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর জেলার সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব।
এসময় উপজেলা সেনেটারী কর্মকর্তা শেখ এহসান কবিরসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব বলেন, বিক্রিত পণ্যে মূল্য তালিকা না থাকায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রির দায়ে মুদি দোকান, হোটেল ও ফার্মেসীর মালিকদের এ জরিমানা করা হয়। ভোজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...