ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পৌর সড়কে তীব্র যানজটে দূর্ভোগের শিকার মঠবাড়িয়াবাসী

পৌর সড়কে তীব্র যানজটে দূর্ভোগের শিকার মঠবাড়িয়াবাসী


হাদিউজ্জামান আরিফঃ সময় ৯ ই নভেম্বর সকাল ১০ টা। পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সড়কগুলোতে অতিরিক্ত যানবাহন চলাচলে সড়কের নাকাল অবস্থা। কে, এম লতিফ সংলগ্ন স্টীল ব্রীজ থেকে শুরু করে পাঠশালা পর্যন্ত দীর্ঘ যানবাহনের লাইন। একটি পরিবহনের গাড়ী সড়কে থাকায় অপর প্রান্ত থেকে কোন যানবাহন ক্রসিং করতে পারছিল না। ফলে দীর্ঘক্ষন দূর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের। যানজটের ফলে আশে পাশের সড়কগুলো যানচলাচল বন্ধ হয়ে যায়।

পৌরসভার মোক্তার পট্টি থেকে কোন যানবাহন সদররোডে যেতে পারছিলো না, এতে অত্র এলাকার বাজারগামী মানুষের পথটি এই অসহনীয় যানজটের জন্য বন্ধ থাকে। অপরদিকে সদর রোড অতিক্রম করে দুটি মালবাহী ট্রাক এসে পড়ায় আটকে পড়ে যায় জনসাধারণের চলাচলের পথ। এর কারণে ফলপট্টি থেকে শুরু করে পৌরসভার গুরুত্বপূর্ণ সদররোডটি বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, সাপ্তাহিক বাজার বুধবার থেকে শুরু করে প্রতিনিয়তই পৌরসড়কে এই যন্ত্রণাকর যানজট লেগে থাকে। চাউল পট্টি, ফল পট্টি, রিক্সাস্ট্যান্ড থেকে শুরু করে চারাহাটা ব্রীজ, বান্দাকাটা সড়কগুলো যানজটের হটস্পট হিসেবে গড়ে উঠছে। এতে জনদূর্ভোগের পাশাপাশি ছোটখাটো দূর্ঘটনাও বেড়ে চলছে। এছাড়া সড়কগুলোতে পর্যাপ্ত ফুটপাত না থাকা এবং ফুটপাতের জায়গা হকারদের দখলে থাকাতে এই সড়কগুলোতে জনমানুষের চলচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয় ব্যবসায়ী মোঃ বায়েজিদ আহমেদ এর সাথে আলাপকালে তিনি জানান, মঠবাড়িয়া বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হওয়ায় বাজারগামী ক্রেতাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। আর এই যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে তিনি বলেন, এইসব সড়কে রিক্সা ভ্যান, ইজিবাইক, মাহেন্দ্রা সহ মোটরসাইকেল, মাইক্রো ইত্যাদি অবৈধভাবে পার্ক করে রাখলে এই যানজট দেখা দেয় এবং এটি দেখার কেউ নেই। সরজমিনে দেখা যায়, পৌরসড়কের বিভিন্ন যায়গায় কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই যানবাহন পার্ক করে রাখছে এছাড়াও মঠবাড়িয়া সরকারি হাসপাতাল ব্রীজ সংলগ্ন রাস্তার দুপাশে অবৈধভাবে রিক্সা ও ইজিবাইক রেখে দূর্ঘটনার সৃষ্টি করছে। মঠবাড়িয়াবাসী সড়কে যানবাহনের সুষ্ঠ চলাচল ও প্রয়োজনে কমিউনিটি ট্রাফিক কমিটি বাস্তবায়ন করে এই দূর্ভোগ লাঘবে জনপ্রতিনিধি এবং প্রশাসনের একান্ত সুদৃষ্টি কামনা করছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...