ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মুজিব শতবর্ষ উপলক্ষে মঠবাড়িয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে বরাদ্দকৃত জমি গৃহ নির্মাণের জন্য সরেজমিন পরিদর্শন

মুজিব শতবর্ষ উপলক্ষে মঠবাড়িয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে বরাদ্দকৃত জমি গৃহ নির্মাণের জন্য সরেজমিন পরিদর্শন


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য খাসজমি বরাদ্দ এবং গৃহ নির্মাণ করার জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক সরোজমিনে প্রকল্প পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, টিকিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ন প্রকল্প ২ এর অধীনে যে উদ্যোগ নেয়া হয়েছে সারাদেশে কেউ ভূমিহীন বা গৃহহীন থাকবে না সেই প্রকল্পের অধীনে মঠবাড়িয়াতেও যারা তালিকাভুক্ত ভূমিহীন বা গৃহহীন রয়েছেন তাদের জন্য সকলের সহযোগিতা আশাকরি আমরা মুজিব বর্ষে লক্ষ্যে পৌঁছাতে পারবো।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...