ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিরোজপুরে কর্মরত চীনের নাগরিক খুন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিরোজপুরে কর্মরত চীনের নাগরিক খুন


পিরোজপুর প্রতিনিধিঃঃ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিরোজপুরে বেকুটিয়ার কঁচা নদীতে নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রি সেতুর কর্মরত চিনের নাগরিক লাও ফান খুন হয়েছে। লাও ফান ওই প্রোজেক্টের প্রধান টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিরোজপুরের কুমিরমারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক লাও ফান (৫৮) গুরুতর আহত হয়। পরে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সে মারা যায়।
নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চীনা নাগরিকদের দোভাষী মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যায় পিরোজপুরের কুমিরমারা এলাকায় অবস্থিত চায়না ব্যারাক থেকে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে চীনা নাগরিক লাও ফান ব্রীজের নির্মান কাজের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করার জন্যই তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ও নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কর্মকতারা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন জানান, বুকের ডান দিকের পাজরে ছুরির আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, তিনি ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাবেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ঘটনার সময় মি. লাওফা নির্মানাধীন সেতু সংলগ্ন চায়না কর্মকর্তাদের আবাসিক ব্যারাক থেকে শ্রমিকদের টাকা দেওয়ার জন্য বাই সাইকেলে করে সেতুর কাজের স্থলে যাচ্ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...