ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - দাউদখালীতে বসতঘরে হামলা স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাংচুর মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় দুই দিনে আহত ৩০

দাউদখালীতে বসতঘরে হামলা স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাংচুর মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় দুই দিনে আহত ৩০

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ার ১০ ইউনিয়নে নির্বাচনী সহিংসতার মাত্রা বাড়ছে। গত দুই দিনে অন্তত ৩০জন আহত হয়েছে। আজ সোমবার উপজেলার দাউদখালী ইউনিয়নে আ.লীগ সমর্থকদের মধ্যে হামলায় নারী ও শিশুসহ চার জন আহত হয়েছে। এসময় আ.লীগ সমর্থকরা একটি হিন্দু পরিবারের বসতঘর ঢুকে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনীয়া গ্রামের গণেশ বয়ারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে ।
দাউদখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জাহিদুল ইসলাম শামীম অভিযোগ করেন, আজ সোমবার সন্ধ্যায় দাউদখালী ইউনিয়নের নির্বাচনী গণ সংযোগে যোগ দিতে যাওয়ার সময় তার সমর্থক ননীতোষ বয়ার নামে এক মোটরসাইকেল চালককে ধাওয়া করে আ.লীগ প্রার্থীর সমর্থকরা। এসময় স্বতন্ত্র প্রার্থীর ওই সমর্থক প্রাণভয়ে দৌড়ে একটি হিন্দু বাড়িতে ঢুকে আশ্রয় নিলে আ.লীগের সর্মকরা ওই বসত ঘরে হামলা চালায়। এসময় আ.লীগ সর্থকদের হামলায় গৃহকর্তা গণেশ বয়ারের স্ত্রী কনক রানী(৫০) ও তার শিশু কন্যা পলি রানী(৪) ও পুত্রবধূ শিউলী রানী(৩৫) আহত হয়। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ননীতোষ বয়ারকে(২৫) পিটিয়ে আহত করে আ.লীগ সমর্থকরা । এ সময় আ.লীগ সমর্থকরা একটি মোটরসাইকেল ও প্রচারের মাইক ভাংচুর করে।
আহতদের মিরুখালী উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল চালক ননীতোষকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়দের জানাগেছে, গতকাল সোমবার ও রবিবার দুই দিনে উপজেলার কয়েকটি ইউনিয়নে নির্বাচনী হামলা ও সংঘর্ষে অনন্ত ৩০ জন আহত হয়েছে।
তবে ওই ইউনিয়নের আ.লীগ চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক রাহাত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রচারণা চালানোর সময় আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র (আনারস প্রতীক) প্রার্থীর সমর্থকরা তাকে ও তার সমর্থকদের আটক করে হামলার চেষ্টা চালিয়েছে।
ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা ততই বাড়ছে। রবিবার সন্ধ্যায় টিকিকাটা ইউনিয়নের আ’লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রিপন এর সমর্থনে স্থানীয় তেতুলতলা বাজারে নির্বাচনী প্রচারনা চালানোর সময় স্বতন্ত্র প্রার্থী মোশারফ সাকুর সমর্থকরা হামলা চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম (৪০) ও নারী কর্মী জেসমিন আক্তার (২৫), নেসার উদ্দিন (৩৫), জহিরুল ইসলাম (৩০), কামাল পক্কা (৩৫), সাদ্দাম (২৬), নাসির পেয়াদা (৩৫) গুরুতর আহত হয়। অপর দিকে বড়মাছুয়া ইউনিয়নের আ’লীগ প্রার্থী নাসির উদ্দিনের কর্মীরা রবিবার রাতে বড়মাছুয়া বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করে তালা লাগিয়ে দেয়। এছাড়া তুষখালী বাজারে আ’লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৮কর্মী আহত হয়। আহতরা হলো মিজান (২০), জুয়েল (৩০), ইউসুফ (২৮), মাহাবুব (৩৮), জিসান (২১), সবুর (২৮), নাদীয়া (২২), আজিজ (১৮) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। এসব ঘটনায় পুলিশ ও র‌্যাবের টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দাউদখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । তবে কোন বসত বাড়িতে হামলার ঘটনার কোন অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, তুষখালীতে নির্বাচনী সহিংসতার ঘটনায় মঠবাড়িয়ায় থানায় সোমবার একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...