ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ভাণ্ডারিয়া সরকারী কলেজের হিসাব রক্ষক ১৫ দিন ধরে উধাও !

ভাণ্ডারিয়া সরকারী কলেজের হিসাব রক্ষক ১৫ দিন ধরে উধাও !

ভাণ্ডারিয়া সংবাদদাতা > তাফসীর মাহফিলে যাওয়ার কথা বলে দ্ইু দিনের ছুটির আবেদন পত্র ফেলে রেখে ১৫ দিন ধরে উধাও রয়েছে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারী কলেজের হিসাব রক্ষক মো. মজিবুল হক। হিসাব রক্ষকের এ রহস্যজনক উধাও হওয়ার বিষয়ে তার পরিবারের সদস্যরাও কোন তথ্য দিতে পারছেনা।
মো মজিবুল হকের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামে । তবে সে ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে ভা-ারিয়া সরকারী কলেজে হিসাব রক্ষক পদে কর্মরত রয়েছনে।
কলেজ সূত্রে জানাগেছে, হিসাব রক্ষক মজিবুল হক গত ১ মার্চ কলেজ অধ্যক্ষের টেবিলে দুই দিনের একটি ছুটির আবেদন ফেলে রেখে কর্মস্থল ত্যাগ করেন। তবে অদ্যবধি আর সে কর্মস্থলে ফিরে আসেননি। ছুটির আবেদনে তিনি তাফসীর মাহফিলে যোগদানের বিষয়টি উল্লেখ করেছেন। তবে এ আবেদন পত্রের বিষয়ে কলেজ অধ্যক্ষকে হিসাব রক্ষক পূর্বে কোন অবহিত না করে রহস্যজনক ভাবে গত ১৫ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন।
এদিকে দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়ে কলেজ অধ্যক্ষ হিসাবরক্ষক মজিুবল হককে কারন দর্শাও নোটিশ তার বাড়িতে পাঠালেও ওই নোটিশের কোন লিখিত জবাবও দেননি তিনি। তবে তার স্ত্রী রবিবার কলেজে উপস্থিত হয়ে কলেজ অধ্যক্ষকে জানান তাঁর স্বামী মাহফিলে যাওয়ার কথা বলে দুই দিনের ছুটি নিয়েছিলেন। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি।
হিসাব রক্ষকের ১৫ দিন ধরে কলেজে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.ডি মাহবুব আলম জানান, হিসাব রক্ষক অবহিত না করে দুই দিনের একটি ছুটির আবেদন পত্র টেবিলে ফেলে রেখে উধাও হয়। গত ১৫ দিরেও সে কলেজে যোগদান করেনি। এক সপ্তাহ আগে কারন দর্শানো নোটিশ তার বাড়িতে পাঠিয়েও কোন জবাব মেলেনি। রবিবার তার স্ত্রী কলেজে এসে জানায় সে স্বামীর কোন খোঁজ জানেনা। এরপর তাকে এ নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়রি করার পরামর্শ দেওয়া হয়।
কলেজের একটি সূত্র জানায়, ভাণ্ডারিয়া সরকারী কলেজের আর্থিক অডিটে প্রায় ৯ লাখ টাকার গড়মিল পাওয়া যায়। ফলে সরকারী অর্থ লোপাটের অভিযোগ ওঠে হিসাব রক্ষকের বিরুদ্ধে । এ কারনে হিসাব রক্ষক কৌশলে গা ঢাকা দিয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে। এদিকে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকেও তিনি অনেক টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...