ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কুলু জমিদার বাড়ি মঠবাড়িয়ার ঐতিহাসিক নিদর্শন

কুলু জমিদার বাড়ি মঠবাড়িয়ার ঐতিহাসিক নিদর্শন


আরাফাত নয়নঃ পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মিরুখালি ইউনিয়নে “কুলু জমিদার বাড়ির ” নান্দনিক নির্মানশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্যের তৈরি ২০০ বছরের প্রাচীন দূর্গা মন্দির।

প্রায় দুই শত বছর পূর্বে বরিশালের সনামধন্য ব্যাবসায়ী ” বৃন্দাবন চন্দ্র কুলু ” মিরুখালি আসেন। তার তিন পুএের মধ্যে বড় পুএ পূর্ণচন্দ্র রায় তখনকার জমিদারের কাছ থেকে এলাকার জমিদারি পওন করে। এ বাড়ির বিশাল প্রাসাদ ও নয়নাভিরাম দূর্গা মন্দির তিনিই নির্মান করেন।
পরে পূর্নচন্দ্র রায়ের দুই পুএ শ্যামল লাল রায় ও নলিনী রঞ্জন রায় এই রাজত্ব গ্রহন করেন, এই বাড়িকে ঘিরে তৎকালীন সময়ে মেলা, হাট, বিভিন্ন উৎসব হতো এবং মিরুখালি বাজারের হাট ও শিক্ষা প্রতিষ্ঠান নলিনী রঞ্জন রায়ের প্রতিষ্ঠা করা।

# মঠবাড়িয়ার প্রাচীন পূরাকীর্তির মধ্যে মিরুখালি কুলু জমিদার বাড়ির দূর্গা মন্দির এক ঐতিহাসিক নিদর্শন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...