ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বিপদাপদের কারণ

বিপদাপদের কারণ


নূর হোসাইন মোল্লাঃ বর্তমানে মানুষের অনৈতিক কাজ, যেমন- সুদ,ঘুষ,নারী নির্যাতন, নারী ধর্ষণ, মাদক সেবন,চুরি,ডাকাতি,খুন -খারাবী, অপহরণ, চাঁদাবাজী, সরকারী- বেসরকারী জমি দখল, জাল- জালিয়াতি ইত্যাদি দুর্নীতি যে পরিমানে বেড়ে গিয়েছে, সে পরিমাণে বিপদাপদ বেড়ে গিয়েছে। যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যু বরণ করেছে এবং এখনো মৃত্যু বরণ করতেছে। করোনা এখন বিশ্বব্যাপী মহামারী রুপ ধারণ করেছে। কিন্তু অনৈতিক কাজ কমে নি।মানুষ নৈতিকতার দিক দিয়ে জাহেলিয়া যুগের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ যখন আল্লাহর আদেশ ও নিষেধ অমান্য করতে থাকে তখন আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দেন এবং বিপদ বিড়ম্বনার সাঁড়াশিতে আঁকড়ে ফেলেন। পবিএ কুরআনের সুরা আম্বিয়ার ১১ নং আয়াতে আল্লাহ বলেন, ” আমি বহু জনপদকে গুড়িয়ে দিয়েছি, যারা ছিল যালেম আর তাদের স্হলে সৃষ্টি করে দিয়েছি অন্য লোকদেরকে। ” রাসুল সঃ বলেছেন, মানুষ পাপ করার কারণে আল্লাহর অসন্তোষ নেমে আসে। ( মেশকাত শরীফ)। বিপদের কারণ হচ্ছে আল্লাহর আনুগত্য অস্বীকারএবং নাফরমানী করা। কোন দল বা ব্যক্তির দ্বারা এ বিপদাপদের অবসান হবে না,বরং এর জন্যে পরম করুনাময় আল্লাহর নিকট আন্তরিকভাবে আনুগত্য প্রকাশ এবং তওবাহ তথা ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা আল্লাহর আদেশ – নিষেধ পালন করবে না,তাঁর নির্দেশ অনুযায়ী আমল করবে না,ধন- সম্পদের গর্বে ঔদ্ধত্য প্রদর্শন করবে, তার নিশ্চিত বিশ্বাস করা উচিৎ যে, সে নিজেই নিজের ধ্বংস ও বিনাশের ব্যবস্হা করছে।
আল্লাহ পবিত্র কুরআনের সুরা আনায়ামের ৪৩-৪৫ নং আয়াতে বলেছেন, ” তাদের ওপর আমার আযাব নেমে আসার পরেও তারা কেন তওবাহ করছে না, বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গিয়েছে এবং শয়তান তাদের অপকর্ম তাদের চোখে সুদৃশ্য করে তুলে ধরেছে। সুতরাং তাদেরকে প্রদত্ত উপদেশসমূহ ভুলে গিয়েছে। আমি তাদের জন্যে খুলে দিয়েছি যাবতীয় বিষয়ের দরজা। এমনকি, যখন তারা প্রদত্ত নেয়ামতসমূহের জন্যে ঔদ্ধত্য প্রদর্শন করতে শুরু করেছে,তখন আমি আকস্মিকভাবে তাদেরকে পাকড়াও করেছি।অতএব, তখন তারা নিরাশ হয়ে গিয়েছে। বস্তুত, যালেমদের ধ্বংস করে দেয়া হয়েছে। ” এ আয়াতের মর্ম কথা হচ্ছে, বিপদাপদ হল মানুষের কৃত অপকর্মের ফল। বিশ্বনবী হযরত মুহাম্মাদ সঃ বলেছেন যে, অবশ্যই সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজ করতে নিষেধ করবে।অন্যথায়, আল্লাহ তাআলা তোমাদের ওপর গজব পাঠিয়ে দিবেন। ( তিরমিজি শরীফ)।রাসুল সঃ আরো বলেছেন, ” যে জাতি বা সম্প্রদায়ের মধ্যে অশ্লীল কাজ সম্পাদিত হতে থাকবে, তাদের মধ্যে অবশ্য ই প্লেগ, করোনা ইত্যাদি মরণব্যাধি বিস্তার লাভ করবে, যা ইতোপূর্বে দেখা যায় নি।(ইবনে মাজাহ)। রাসুল সঃ আরো বলেছেন যে, ” কখনো মদ পান করবে না। কারণ মদ হচ্ছে অপকর্মের জননী।” (ইবনে মাজা)।
আসুন,আমরা পরম করুনাময় আল্লাহর নিকট আমাদের কৃত অপকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করি, পরিস্কার- পরিচ্ছন্ন থাকি আর রোগ- ব্যাধি থেকে মুক্ত থাকি। করোনা ভাইরাস, প্লেগ ইত্যাদি ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে স্বাস্থ্য বিধি মেনে পরিস্কার – পরিচ্ছন্ন থাকতে হবে।আমাদের রাসুল সঃ ১৪০০ বছর আগে বলেছেন যে, ” পরিস্কার- পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক।” ( মুসলিম শরীফ)। আল্লাহ পবিত্র কুরআনের সুরা আল বাকারার ২২২ নং আয়াতে বলেছেন, ” নিশ্চয়ই আমি তওবাহকারী এবং যারা পরিস্কার- পরিচ্ছন্ন তাদেরকে ভালবাসি।”ইসলামী শরিয়তে পরিস্কার- পরিচ্ছন্ন থাকার জন্যে গোটা শরীর পরিস্কার,নিয়মিত গোসল ও অজু করার বিধান প্রদান করেছে।অতএব, আমরা দৈহিক,মানসিক, পোশাক – পরিচ্ছদ ও পরিবেশ পরিস্কার- পরিচ্ছন্ন রাখি,ধর্মীয় অনুশাসন মেনে চলি আর নানাবিধ রোগ- জীবানুর কবল থেকে মুক্ত থাকি। আল্লাহ হাফিজ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...