ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - করোনা ,বন্যা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা দক্ষিণ জনপদের কান্না

করোনা ,বন্যা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা দক্ষিণ জনপদের কান্না


….. আমরা একমাস ওয়ার্ডে থাকব ,
তারপর ছেড়ে দিব , কই যাব জানিনা!
তিনমাস আগে অর্থোপেডিকস ওয়ার্ড রিপেয়ারের জন্য নিয়ে নেয় …
সেই থেকে মেডিসিন ওয়ার্ডে ধার করে চলছে,
দক্ষিন বাংলার মানুষের হাড় ভাংগায় চিকিৎসার শেষ আশ্রয়স্হল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হাড় ভাংগা বিভাগটি ।
অপারেশন না করেই রুগী ছুটি দিতে বাধ্য হচ্ছি , রুগীদের অবর্ননীয় দূ:খ … এই বন্যায় মেঝেতে ভিজা জায়গায় তাদের থাকতে হয় ।
শ্রদ্ধেয় পরিচালক ডা. বাকির হোসেন স্যার হাঁটুর ligament injury নিয়ে তদারকি করে বারবার তাগাদার পরও …. ঢিমেতালে কাজ চলছে ,
কবে শেষ হবে জানা নাই ,
এক করোনা building … ১৮ বছরেও কাজ শেষ হয়নি , Pathology বিভাগে কাজ চলছে ২ বছরের মত …
সমস্ত হাসপাতাল রিপেয়ারের নামে … চরম নোংড়া
এবং ময়লার স্তুপ করে রাখা হয়েছে ।
চিকিৎসা গ্রহীতা এবং দাতাদের দূ:খগাথা দেখার যেন কেউ নেই । এমনিতেই চরম লোকবল সংকট , তারউপর এই রিপেয়ারিং এর খেলা …
PWD নামক সংস্হাটি যেন স্বাস্হ্যব্যবস্হাপনায় ঘাড়ের উপর বিষফোঁড়াসম ।
এদের যেন কোন দায় বা জবাবদিহিতা নেই ।
মাননীয় পরিচালক স্যারের উদ্যোগে …
ICU unit extension এর জন্য burn unit এর কাজ দায়সারাভাবে কোনরকমে করা হয়েছে ।
সার্বক্ষনিক লিফটম্যান থাকার কথা থাকলেও
রাত ৯ টার পর কারও খবর নাই ।
ষ্টাফগন হাসপাতালের নয় ।
হাসপাতালের বর্জ্য ফেলার কোন জায়গা নেই ,
বাধ্য হয়ে … হাসপাতালের সন্মূখে একেবারে ঢোকার মূখে ফেলা হচ্ছে …
চরম দূর্গন্ধযুক্ত পরিবেশদূষণ করে টোটাল চিকিৎসাব্যবস্হার চরম দৈন্যতা প্রকাশের বিবর্ন উদাহরণ । মেডিকেলের অন্য কোন জায়গাও নাই… যেখানে ফেলা যায় .. মাটির নীচ থেকে cable টানা ।
শুধু নাই আর নাই ….
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় … সারাবাংলায় চিকিৎসা ব্যবস্হার যেখানে প্রভূত দৃশ্যমান উন্নতি …
সেখানে বাংলার বৃহত্তম মেডিকেল … যার উপর দক্ষিন বাংলার জনগন চিকিৎসাসেবার জন্য সম্পূর্ন নির্ভরশীল .. সেটা চলছে ধুঁকে ধুঁকে ……
ডাক্তার নাই , স্বাস্হ্যকর্মী সংকট ….
MRI মেশিন নাই , সিটি স্কান মেশিন নষ্ট , ultra sonogram হয় না ….
লোক বলের অভাবে x ray হয় শুধু দিনে …. অধ্যাপকের প্রায় সব পদই শূন্য ।
পরিচালক স্যারের একার প্রচেষ্টায় ..
কিছুদিন আগে চালু হওয়া ডায়ালাইসিস চলছে ..
তাও জোড়াতালি দিয়ে …
ফিস্টুলা করতে প্রায় রুগীরই ঢাকা যেতে হয় ।
এভাবে আর কত ?
দুপুর ৩ টার পর শুরু হয় ক্ষমতা শীল মূর্খদের
মোটরসাইকেল চালিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে চলাচলের স্হানে পার্কিং করে রাখা।
পাঁচটি মৌলিক চাহিদার অন্যতম স্বাস্হ্য সেবার জন্য .. সম্পূর্ন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন .. পরিস্কার পরিচ্ছন্ন … সব department এর পর্যাপ্ত চিকিৎসক পদায়ন করত … চিকিৎসা দিতে এবং নিতে চাই । PWD এর রিপেয়ারিং নামক ভোগান্তির দ্রুত অবসান চাই ।
…. বন্যার পরেই বরিশালের সুধী তথা সুশীল সমাজ যারা আপনারা শহরের কর্নধার সাথে সাথে সমাজ সেবক আছেন প্রয়োজনে মানববন্ধন করেন …
আমিও থাকব সাধারন জনতার কাতারে ….
মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষপ ছাড়া
কোন পরিত্রান নাই ।
আমরা সুন্দর পরিবেশে সেবা দিতে চাই
আমরা স্বাস্হ্যসন্মত সুচিকিৎসা নিতে চাই ।

ডা. সুদীপ কুমার হালদার
সভাপতি
ইনডোর ডক্টরস এসোসিয়েশন
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল :
বরিশাল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...