ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ার দুজন স্থানীয় বাসিন্দা সর্বশেষ করোনা রোগী সনাক্ত

মঠবাড়িয়ার দুজন স্থানীয় বাসিন্দা সর্বশেষ করোনা রোগী সনাক্ত


অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল যে দুইজন কোভিড ১৯ পজিটিভ রোগী পাওয়া গিয়েছে,তারা কেউই ঢাকা/চট্টগ্রাম ফেরত নয়।;মঠবাড়ীয়ার স্থানীয় বাসিন্দা দুজনই,এটা নির্দেশ করে সামাজিক সংক্রমণ।অর্থাৎ মঠবাড়িয়া এখন করোনা সংক্রমণের সর্বশেষ বা সবচেয়ে খারাপ পর্যায়ে আছে।

সবার করনীয়—–

♦জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।

♦বাইরে বের হলে মাস্ক বাধ্যতামূলক,আপনি নিজে পড়বেন এবং যার সাথে কথা বলবেন তাকেও মাস্ক পড়তে উৎসাহিত করুন।

♦সাধারন সর্দি ,কাশি,জ্বর হলে বাড়িতে বসেই ফোনে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

♦আপনার আশে পাশে যে কেউ কোভিড সংক্রমিত থাকতে পারেন,উপসর্গ না থাকলেও।কারন প্রায় ৭০% রোগীর তেমন কোন উপসর্গ থাকেনা,কিন্তু তারা রোগ ছড়াতে সক্ষম।

♦নাক,মুখ এবং চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন।

♦বার বার সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন।

♦কাশি শিষ্টাচার মেনে চলুন।

♦ভীরযুক্ত জায়গা পরিহার করুন।

♦খাবারের স্বাদ এবং গন্ধ না পাওয়া করোনার খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ( প্রায় ৬৫%রোগীর শুধুমাত্র এই লক্ষণ থাকতে পারে)

♦কোভিডের যেকোন লক্ষণ থাকলে আপনি আলাদা থাকতে শুরু করুন।

♦সুষম এবং পুষ্টিকর খাবার খান।

♦নিয়মিত ব্যয়াম করুন।

পরামর্শঃ
ডা. ফেরদৌস প্রিন্স
মেডিকেল অফিসার,
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...