ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ভান্ডারিয়ায় এক এনজিও পরিচালকের করোনা পজেটিভ সনাক্ত

ভান্ডারিয়ায় এক এনজিও পরিচালকের করোনা পজেটিভ সনাক্ত


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় এক এনজিও পরিচালক (নারী) করোনা শনাক্ত হয়েছে। তিনি পৌর শহরের খেয়া সড়কের কাপুরিয়া পট্টির বাসিন্দা। এ ঘটনায় বুধবার দুপুরে তার বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্তের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ মে ওই নারী নির্বাহী পরিচালক করোনা উপসর্গ দেখা দিলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমকে অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম জহিরুল ইসলাম মাধ্যমে ওই পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বুধবার দুপুরে ওই নারী নির্বাহী পরিচালক করোনা পজিটিভ ফল আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
এইচএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,
আক্রান্ত গৃহবধুর বাড়িটি লকডাউন করা হয়েছে । বাসায়
রেখেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। এ পর্যন্ত
১৩জন করোনা পজেটিভ পাওয়া গেছে এর মধ্যে চারজন সুস্থ হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...