ব্রেকিং নিউজ
Home - উপকূল - সুন্দরবনে ৬ ঝিনুক শ্রমিককে পিটিয়ে আহত, একজনকে অপহরণ

সুন্দরবনে ৬ ঝিনুক শ্রমিককে পিটিয়ে আহত, একজনকে অপহরণ

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধিঃ সুন্দরবনে ঝিনুক কুড়াতে গিয়ে সাত শ্রমিক আপহরনের শিকার। মুক্তিপনের জন্য মহসীন নামে একজনকে বনের গহীনে নিয়ে যায় অন্যদের বেধরক পিটিয়ে ছেড়ে দেয়া হয়। বিষয়টি র‍্যাবকে অবগত করা হযেছে।
বুধবার দুপুরে সুন্দরবন থেকে পাথরঘাটা ফিরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
সুন্দরবনের আলোরকোল এলাকায় গত মঙ্গলবার গভীররাতে এ ঘটনা ঘটে। অপহৃত ঝিনুক কুড়ানো শ্রমিকের নাম মো. মহসীন। বয়স ৩৫ বছর। মরা শামুক ও ঝিনুক পুড়িয়ে চূর্ণ করে পানে খাওয়ার চুন তৈরী করে বাজারে বিক্রী করে জীবিকা নিবার্হ করে তারা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গেলাম মোস্তফা চৌধুরী ফিরেআসা জেলেদের বরাত দিয়ে বলেন,বিষয়টি র‍্যাব-৮কে জানান হয়েছে।
সশস্ত্র দস্যুবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র ছিল। তারা সকলকে বেধরক পিটিয়ে একজনকে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।
সুন্দররবনের ঝিনুক কুড়ানো সাত শ্রমিক অপহরণ করেছে একটি দস্যুবাহিনী । মুক্তিপনের জন্য মহসীন নামে একজনকে বনের গহীনে নিয়ে যায়। র‍্যাপিড এ্যকশন ব্যটেলিয়ন(র‍্যাব)কে জানান হয়েছে। দস্যবাহিনীর কাছে ধারাল অস্ত্র সহ আগ্নেয়অস্ত্র ছিল বলে পিরে অসা জেলেরা বুধবার দুপুরে(৩জুন) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে।
র‍্যাপিড এ্যকশন ব্যাটিলিয়ন(র‍্যাব)-৮ এর সহকারি পরিচালক মো. আদনান মুস্তাফিজ সাংবাদিকদের জানান, ঘটনা শোনা মাত্র ফোর্স কাজ শুরু করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...