ব্রেকিং নিউজ
Home - উপকূল - করোনা কালের এক অপ্রতিরোধ্য কলম যোদ্ধা দেবদাস মজুমদার

করোনা কালের এক অপ্রতিরোধ্য কলম যোদ্ধা দেবদাস মজুমদার


পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে সাংবাদিক ও আলোচিত্রী দেবদাস মজুমদার ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। তার বর্তমান অবস্থান স্ত্রীর চাকুরীরর সুবাদে বরগুনা জেলার বামনা উপজেলায় সেখানে তিনি নিজে একটা বাড়ি করছেন বেশ সাজানো গোছানো। সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত এই মানুষের অন্তরচোখে যেন দিব্যজ্যোতি। সহজ সরল জীবনবোধের মানুষ তিনি উপকূলের প্রাণ ও প্রকৃতির দৃশ্যকাব্যের কারিগর। সাংবাদিক আর সেই সাথে তিনি ছবিয়াল। দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি পেয়েছেন উপকূলীয় জনমানুষের অকৃত্রিম ভালোবাসা। সরকারী বা বেসরকারীভাবে বড় কোন সম্মানের অধিকারী না হলেও তিনি দক্ষিন উপকূলের একজন মোনাজাত উদ্দিনের উত্তরসূরী হয়ে অবিরত লিখেছেন অধিকার বঞ্চিত উপকুলের মানুষের জীবনযাত্রা নিয়ে। স্নাতক ডিগ্রী ধারী দেবদাস মজুমদার গ্রাম সাংবাদিকতাকে পেশায় পরিনত করেছেন। শত সংকটে টিকে থাকার মত দৃষ্টান্ত এই মানুষ দুর্যোগে জন মানুষের পাশে দাড়াবার মত সৎ ও সাহসী।উপকূলের প্রাণ ও প্রকৃতির সাথে যিনি নিয়ত মিশে থাকেন প্রাণ ও প্রকৃতির অনুসঙ্গ হয়েই তিনি যেন বাঁচেন। প্রাণ ও প্রকৃতি টিকে থাকা ও তার পর্যায় কর্তণের নানা আবহ ক্যামেরার ফ্রেম বন্দী করে চলেছেন। আর এসব ছবি নিয়ে নিয়মিত দৃশ্যকাব্য লেখেন। প্রাণ বৈচিত্র্য বাঁচানোর দায় থেকে তিনি উপকূলের পথে পথে হাটেন। সাথে তাঁর সঙ্গী হয় ক্যামেরা। পেশায় পুরোদস্তুর একজন মফস্বল সাংবাদিক।দশম শ্রেণীর ছাত্রাবস্থায় থেকেই লেখালেখি করেন। পিরোজপুর দর্পণ ও উপকূল সমাচারে মঠবাড়িয়া প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। এরপর কাজ করেন দৈনিক ভোরের কাগজে তিনি টানা আটবছর কাজ করেন। পরে দৈনিক প্রথম আলো প্রকাশের শুরু থেকে তিনি মঠবাড়িয়া প্রতিনিধির দায়িত্ব পালন করেন। প্রথম আলোতে তিনি টানা দশ বছর কাজ করেন পরে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠা লগ্ন থেকে আঞ্চলিক প্রতিনিধি হিসেবে আছেন পাশাপাশি তিনি আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত কৃষি ও পরিবেশ বিষয়ক অনলাইন পোর্টাল বারসিক নিউজ ডট কম-এ বিশেষ প্রতিনিধি, উপকূল অঞ্চল হিসেবে নিয়মিত কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক কর্মী, পরিবেশ কর্মী। তিনি বহুধা প্রতিভার অধিকারী।বিশ্ব যখন থমকে গেছে!পৃথিবী যখন অদৃশ্য এক ভাইরাস কে মোকাবেলায় হিমশিম!যদিও সৃষ্টিকর্তার পৃথিবীতে কোনো ভাইরাসই মানুষের সাথে লড়াই করে জিততে পারেনি, হার মানতে হয়েছে মানুষের কাছে। কিন্তু মানবতা জিতেছে কতটুকু?এই ভয়াবহ মহামারীর বিরুদ্ধে টানা দুই মাস যুদ্ধ করতে গিয়ে অনেকেই আজ পরিশ্রান্ত, ক্লান্ত এবং মানসিক ভাবে বিপর্যস্ত। সময় গড়ানোর সাথে সাথে অবস্থা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে । এই যুদ্ধে যেমন আছে মহামারীতে আক্রান্ত হওয়ার ভয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়, তেমনি আছে মৃত্যুর ভয়ও। এই সময়ে দরকার মানুষের পাশে মানুষ থাকা দেবদাস মজুমদার তেমনি এক মানুষ তার কলম দিয়ে জনসচেতনতায় জনস্বার্থে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত,নানা ভাবে দাঁড়িয়েছেন মানুষের পাশে,ছুটে চলেছেন উপকূলের বিপন্ন মানুষের খোজে সহায়তা করছেন সাধ্যমতো অতি গোপনে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা নিয়ে প্রশাসন কে দিয়েছেন নানা তথ্য যার সুফল পেয়েছে শতাধিক পরিবার লক ডাউনে সুরক্ষা নিশ্চিত করিয়েছেন বহু পরিবার। ব্যক্তি সুরক্ষা ও সামাজিক সুরক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখে চলছেন অভিরাম। করোনা পরিস্থিতির মধ্যে উপকূলে এসে গিয়েছে আম্ফান নামের ঘূর্ণিঝড় এই করোনা পরিস্থিতিতের মধ্যে সে পূর্বপ্রস্তুতি নিতে সচেতন করছেন একজন সেচ্ছাসেবী হয়ে।ঘূর্ণিঝড় আম্ফানের বাতাস ও জলোচ্ছ্বাসে মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরবর্তী প্লাবিত এলাকার খোজ নিয়েছেন ও তুলে ধরছেন তার কলমে কোন যুদ্ধ জয় শুধু সম্মুখ সমরের সৈনিকদের উপর নির্ভর করে না। তার জন্য দরকার দেশের সকল মানুষের একীভূত অবস্থান, ব্যাপক সমর্থন এবং সার্বিক সহযোগিতা। তাই এই সময় মঠবাড়িয়া উপজেলায় যারা নানা ভাবে মানবিকতার পরিচয় দিচ্ছেন তাদের কে নিয়ে লিখে যাচ্ছেন এক এর পর এক মানুষের মানচিত্র নামে।

এই সময়কালে ঘরবন্ধী মানুষের হাতে এখন প্রচুর সময় তেমনি আমারও হাতে অনেক সময় তারপরও লিখতে মন চায় না কি যেনো অদৃশ্য হতাশা কাজ করে! আগে সময়ের অভাবে লিখতে পারতাম না, আর এখন সময় আছে লিখতে মন সায় দেয়না আসলে মন না চাইলে কোন কিছুই করা সম্ভব না তাতে হাতে সময় থাকুক বা না থাকুক! তারপর এই সৎ সাহসী, উপকূলের প্রাণ ও প্রকৃতির সাথে মিশে থাকা মানুষটিকে নিয়ে না লিখে থাকতে পারলাম না তার প্রতি রইলো ভালোবাসা ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।

মেহেদী হাসান বাবু ফরাজী
প্রকাশ ও সম্পাদক, আজকের মঠবাড়িয়া।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...