ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে বেড়েই চলছে করোনা সংক্রমন ॥ আক্রান্ত ৭৬; একাধিক বাড়ি লকডাউন

পিরোজপুরে বেড়েই চলছে করোনা সংক্রমন ॥ আক্রান্ত ৭৬; একাধিক বাড়ি লকডাউন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ মঙ্গলবার আরও ৯ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪ জন এবং মঠবাড়িয়া উপজেলায় ৩ জন রয়েছে। এছাড়া বরিশালে অবস্থানরত পিরোজপুরের ২ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রশাসন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া বেশ কয়েকজনের বাড়ি লকডাউন করে দিয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর জেলা সদরের পূবালী ব্যাংক শাখার ম্যানেজার সহ৩ জন ষ্টাফ রয়েছেন। এছাড়া একই ব্যাংকের পুর্বের করোনা আক্রান্ত হওয়া এক কর্মকর্তার মেয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এর আগে ঐ কর্মকর্তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঐ পরিবারে ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বসবাসের বাড়িটি আগে থেকেই লকডাউনে আছে। পূবালী ব্যাংকের কর্মকর্তা আক্রান্তের খবরের পর থেকেই ব্যাংকের শাখাটি লকডাউন করা হয়েছে। ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
জেলার মঠবাড়িয়া উপজেলায় নতুন ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন গর্ভবতী মহিলা রয়েছেন। এছাড়া বরিশালে থাকা পিরোজপুরের আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি পিরোজপুর সদর উপজেলায় এবং অন্যজনের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়।
উপজেলা ভিত্তিক আক্রান্ত হলো- পিরোজপুর সদর উপজেলায় ২৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ১২ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৫ জন, কাউখালী উপজেলায় ১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৬ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন এবং নাজিরপুর উপজেলায় ৭ জন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...