ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মুক্তির প্রতীক্ষা করোনা সংকটের ভেতর ঈদ এসেছে

মুক্তির প্রতীক্ষা করোনা সংকটের ভেতর ঈদ এসেছে

মুক্তির প্রতীক্ষা করোনা সংকটের ভেতর ঈদ এসেছে। ঈদ এসেছে আম্ফানের ঝড়ের পর। দিনশেষে ঈদ চলেও যাচ্ছে। আমরা হয়তো আজ পবিত্র দিনের প্রার্থনায় পৃথিবীর সকল বিপন্ন মানুষের জন্য বিধাতার কাছে প্রার্থনা জানিয়েছি। সৃষ্টিকর্তা হয়তো আমাদের প্রার্থনা শুনেছেন। তিনি হয়তো সবকিছু দেখছেন। তিনি হয়তো দেখছেন মানুষ আজ তার স্বভাবিক জীবনে নেই। মহান তিনি হয়তো দেখছেন ভাইরাস সংক্রমণের পর মানুষের বেঁচে থাকার লড়াই, সংকটপন্ন। তাই তিনি মানুষের আকুতি শুনতে পাচ্ছেন। তিনি নিশ্চয়ই আমাদের মুক্তি দেবেন। কেননা তিনিই আমাদের প্রতিপালক , তিনিই মুক্তিদাতা। আমাদের প্রার্থনা তিনি নিশ্চয়ই আজ কবুল করে নেবেন। সেই সাথে তিনি আমাদের নৈতিক মানুষে পরিনত করে দেবেন। নিরাপদ জীবন দেবেন। পুনশ্চঃ ঘরবন্দী জীবনে এবার ঈদের শুভেচ্ছা পেয়েছি কেবল ফেসবুক ম্যাসেঞ্জারে । শুভাকাঙ্খিদের ম্যাসেজ শুভেচ্ছার হিসেব মেলানো কঠিন। আমি জবাব দিতে পারিনাই। আমার জন্য এখন খুবই কস্ট সাধ্য। যত শুভাকাঙ্খি শুভেচ্ছার ম্যাসেজ পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ঈদ মুবারক জানাই। আসলে যে কথাটি জরুরী বলতে চেয়েছি, ঈদকে সামনে রেখে আমাদের করোনা সংকটকালে লকডাউন আমরা শিথিল করে ফেলেছি তা আবার মনে হচ্ছে শুরু করতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি মেনে আবার শৃংখলায় ফিরে যেতে হবে। না হলে সামনে সংকটময় পরিস্থিতির শিকার হতে হবে । করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমারা সচেতন থাকি, সকলের জীবন নিরাপদ রাখি। দেবদাস মজুমদার উপদেষ্টা সম্পাদক, আজকের মঠবাড়িয়া

Chat Conversation End

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...