ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর এর মৃত্যু

সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর এর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি :সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব নূরুল ইসলাম মঞ্জু (৮৪) ইন্তেকাল করেছেন। তিনি সোমবার ( ২৫মে) রাত পৌনে ১২টার সময় ঢাকার এ্যাপেলো হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।৤তার মৃত্যুর খবর নিশ্চিত করে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব নূরুল ইসলাম মঞ্জু সোমবার রাত পৌনে ১২টার সময় ঢাকার এ্যাপেলো হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি কিছু দিন আগে স্ট্রোক করেন,তাঁর ৪ ছেলে ও ৩ কন্যা সন্তান রয়েছে।
আলহাজ্ব নূরুল ইসলাম মঞ্জু মুক্তিযুদ্ধ কালীন সময়ে ৯নং সেক্টরের বেসামরিক প্রধান ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সময়ে বরিশাল থেকে ও পরে পিরোজপুর-২ আসনের এমপি নির্বাচিত হন। তিনি রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। নূরুল ইসলাম মঞ্জু ১৯৬২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বৃহত্তর বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।৭৫ পরবর্তী সময়ে তিনি জিয়াউর রহমানের বিএনপিতে যোগদান করেন এবং মৃত্যু পর্যন্ত তিনি জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা ছিলেন।
নূরুল ইসলাম মঞ্জু ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন।তিনি বরিশালের ব্রজমোহন স্কুলে লেখা-পড়া কালে শিশু-কিশোর সংগঠন মুকুল ফৌজের বরিশাল শহর সংগঠক নির্বাচিত হন।১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহন করে কারাবরন করেন। ১৯৫৪ সালে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ৫৫ সালে সভাপতি নির্বাচিত হন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ইকবাল হল (বর্তমান জহুরুল হক হল)ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।৤তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রী আর্জন করে বরিশালে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক আলমগীর হোসেন সহ জেলা বিএনপি ও অংগ সংগঠন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...