ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় লকডাউন কঠোর ভাবে কার্যকরের আবেদন

মঠবাড়িয়ায় লকডাউন কঠোর ভাবে কার্যকরের আবেদন

উপজেলা নির্বাহী অফিসার
মঠবাড়িয়া।
বিষয়ঃ লক ডাউন কঠোরভাবে কার্যকর করার আবেদন।
ম্যাডাম,
উপরিউক্ত বিষয়ে আপনাকে বিনীতভাবে জানানো যাচ্ছে যে, মঠবাড়িয়া একটা ঘনবসতিপূর্ণ উপজেলা। এখানে চার লক্ষাধিক মানুষ বসবাস করেন। লক ডাউন কঠোরভাবে কার্যকর না হওয়ায় বহু মানুষ সরকারের নির্দেশনা উপেক্ষা করে এবং স্বাস্থ্য বিধি অনুসরণ না করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে চলাফেরা করতেছেন।এছাড়া, এখানের প্রাইভেট কার,মাইক্রো বাস ও অ্যাম্বুলেন্সের মালিকরা গোপনে ও প্রকাশ্যে অসুস্থ লোকের কথা বলে ঢাকা,নারায়ণগঞ্জ, চট্টগ্রাম প্রভৃতি শহর থেকে লোক আনা- নেয়া করতেছে। এরাই ঘাতক করোনা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। জনস্বার্থে এ গাড়ীগুলোর চলাচল বন্ধ বা আটক রাখা উচিৎ। জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্যে প্রত্যেকটা ইউনিয়নে মাইকিং করা উচিৎ। জনস্বার্থে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে নির্দেশ প্রদান করা যেতে পারে। আপনি মঠবাড়িয়ার চার লক্ষাধিক মানুষের অভিভাবক। জনস্বার্থে লক ডাউন কঠোরভাবে কার্যকর করা না হলে আমরা চরম ক্ষতির সম্মুখীন হতে পারি।তাই লক ডাউন কঠোরভাবে কার্যকর করার জন্যে আপনার সমীপে আবেদন করছি।
এমতাবস্থায়, জনস্বার্থে বিষয়টি সদয় বিবেচনা করার জন্যে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।

 

নিবেদক,

নূর হোসাইন মোল্লা

অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক,

গুলিশাখালী জি কে মাধ্যমিক বিদ্যালয়

ও সাধারণ সম্পাদক, শেরে বাংলা সাধারণ পাঠাগার, মঠবাড়িয়া।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...