ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়া ইয়াং ডক্টরস ফোরাম এর প্রতিবাদ

মঠবাড়িয়া ইয়াং ডক্টরস ফোরাম এর প্রতিবাদ

অনলাইন ডেস্কঃ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. সৌমিত্র সিনহা রায় এর নিকটাত্মীয় করোনা পজিটিভ হলে আতংকিত হয়ে পরে উপজাবাসী। কতিপয় অসাধুচক্র ডাক্তারের সুনাম নষ্ট করতে উঠে পড়ে লাগে ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। কোভিড -১৯ আক্রান্ত রোগীর আত্মীয় হওয়ায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এই চিকিৎসক এর সুনাম নষ্টের প্রতিবাদ জানিয়েছে মঠবাড়িয়া ইয়ং ডক্টরস ফোরাম। প্রতিবাদ লিপিটি নিন্মরূপ🔽

কোভিড -১৯ আক্রান্ত রোগীর আত্মীয় হওয়ায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন চিকিৎসক এর সুনাম নষ্টের প্রতিবাদ।

গত শনিবার ( ০৯-০৫-২০২০)স্বনামধন্য চিকিৎসক ডাঃ সৌমিত্র সিনহা রায় এর ২ জন শ্যালিকা কোভিড -১৯ / করোনা আক্রান্ত হওয়ায় মঠবাড়িয়ার মানুষ আতংকিত। আতংকের সাথে সাথে চিকিৎসকের সুনাম নষ্টের চেষ্টা চলছে।
‘মঠবাড়িয়া ইয়ং ডক্টরস ফোরাম “এর সভাপতি ডাঃ সুদীপ হালদার ও সাধারণ সম্পাদক ডাঃ ফেরদৌস ইসলাম এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন “ভবিষ্যৎ এ যেকোন স্বাস্থ্য কর্মকর্তা/কর্মীর সাথে খারাপ আচরণ করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে এই মর্মে সতর্ক করেছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী চিকিৎসক এর আংশিক বক্তব্য
“মানুষের হাজারো সমালোচনার জবাব দেবার মতো শক্তি আমার কাছে জমা নেই। তবে আমি আমার আত্মীয়াদের নিজের কাছে না রেখে হাসপাতালে এনে রেখেছি ওইদিনই এবং উপসর্গ না থাকার পরও তাদের পরীক্ষা করেছি।আমি চাইলে অন্য সবার মতো তাদেরকে বাসায় নিয়ে রেখে সবকিছু গোপন রাখতে পারতাম।আর ওরা আমাকে আগে জানালে আমি ওদেরকে আসতে দিতাম না।মাওয়া ঘাট পার হয়ে ওরা আমাকে প্রথম ফোন করে যে তারা মঠবাড়ীয়া আসতেছে,কেননা সেখান থেকে তারা নিজ বাসা বেতাগীতে যেতে পারছিলো না।”

বর্তমান পরিস্থিতিতে কি করনীয় – বর্জনীয় তা নিয়ে পরামর্শ দিন। ভুক্ত ভুগীর বক্তব্য অনুধাবন করুন, মঠবাড়িয়াবাসী পাশে থাকুন ; যেভাবে শতবর্ষ ধরে চিকিৎসকদের পাশে ছিলেন। কোন ক্ষোভ থাকলে সরাসরি আমাদের জানান, আপনার চিকিৎসা সহায়তায় সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘরে থাকুন, চিকিৎসা নিন নিরাপদ দূরত্ব বজায় রেখে।
কোভিড -১৯ এর যুদ্ধে আমরা জেগে আছি দিবানিশি।

-ডাঃ মোঃ রাকিবুর রহমান।
দপ্তর সম্পাদক
মঠবাড়িয়া ইয়াং ডক্টরস ফোরাম।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...