ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ার ১০ ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর চিঠি হস্তান্তর

মঠবাড়িয়ার ১০ ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর চিঠি হস্তান্তর

মঠবাড়িয়া প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের হাতে চিঠি হস্তান্তর করা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হেসেন আজ রবিবার দুপুরে উপজেলা বিএনপি অফিস কার্যালয়ে কেন্দ্র থেকে প্রাপ্ত মনোনয়ন ফরম ও প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন।
বিতরণ সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) শাহজাহান মিলন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমীর দুলাল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, বিএনপি নেতা সালাহ্ উদ্দিন ফারুক, এ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, আবু বকর সিদ্দিক বাদল, জসিম উদ্দিন ফরাজী প্রমুখ।
চেয়ারম্যান পদে যাদের কাছে বিএনপি দলীয় প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন, ১নম্বর তুষখালী ইউপিতে ছগির হাওলাদার, ২নম্বর ধানীসাফা এসএম মনিরুজ্জামান মনির, ৩নম্বর মিরুখালী কামরুল আহসান খোকন, ৪নম্বর দাউদখালী ইউপিতে মিজানুর রহমান তালুকদার, ৬নম্বর টিকিকাটা ইউপিতে সফিকুল ইসলাম হামীম মৃধা, ৭নম্বর বেতমোর রাজপাড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান এস.এম ফেরদৌস রুম্মান, ৮নম্বর আমড়াগাছিয়া ইউপিতে তোতাম্বর হোসেন তোতা মিয়া, ৯নম্বর সাপলেজা ইউপিতে জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার, ১০নম্বর হলতা গুলিসাখালী ইউপিতে তরিকুল ইসলাম মধূ, ১১নম্বর বড় মাছুয়া ইউপিতে মীর মনিরুজ্জামান সগীর।
উল্লেখ্য মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ধাপে ১০টি ইউনিয়নে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । মঠবাড়িয়া সদর ইউনিয়নের স্থান নির্ধারণী আইনগত জটিলতার কারনে প্রথম ধাপে সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। ফলে ১০ ইউনিয়নে বিরাজ করছে এখন নির্বাচনী আমেজ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...