ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আজ বাঙালীর প্রাণের একুশ

আজ বাঙালীর প্রাণের একুশ

আজকের মঠবাড়িয়া ডেস্ক : ভাষার জন্য লড়াই করে বাঙালী বাক স্বাধীনতা অর্জন করেছে। বাংলা ভাষা বিশ্বজুড়ে সকল ভাষাভাষির কাছে পেয়েছে অনন্য মর্যাদা। আজ বাঙালীর আত্মত্যাগের সেই স্পর্ধার দিন। শহীদের প্রতি শোক আর গর্বের মহিমান্বিত অনন্য মহান একুশ । আজ জাতীয় শহীদ দিবস। শুধু বাংলার নয় দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হবে। একুশ আমাদের অংকার, গৌরবের যা বাঙালীর প্রেরণা শক্তির। রাষ্ট্রভাষা বাংলা চাই- এ সুতীব্র আওয়াজে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে বুকের রক্ত ঢেলে দেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ বাংলা মায়ের বীর সন্তানরা। ভাষার জন্য প্রাণ দিয়ে, রক্ত দিয়ে যে অভূতপূর্ব বিপ্লবের সূচনা করে বীর বাঙালী। আমরা ফিরে পাই মহান স্বাধীনতা। ভাষার জন্য বাঙালির এ আত্মদানের দিনটিকে ১৯৯৯ সালে ইউনেসকো ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
আজ বিশ্বময় পালিত হচ্ছে অমর একুশ। তাই আজ বাঙালীর অংকার ও গর্বের দিন । ভাষা শহীদের জীবন দান আমাদের শক্তি।
বাঙালীর আত্ম পরিচয়ের এই দিনে সকল ভাষা শহীদদের জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...