ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - একটা প্রতিষেধকের অপেক্ষায় পৃথিবীর মানুষ !

একটা প্রতিষেধকের অপেক্ষায় পৃথিবীর মানুষ !


🔻

পৃথিবীজুড়ে মানুষের মাঝে ভিষণ হতাশা ভর করছে দিনদিন। প্রাণঘাতি করোনা ভাইরাস জীবন মরণের শংকা বাড়িয়ে দিয়েছে। প্রতিটা জীবনই আসলে বাঁচতে ভালোবাসে। মৃত্যু আসলে ভয়ালতা এনে দেয় মনে। কিন্তু দেখুন সরল ও সত্যি হচ্ছে প্রতিটা মানুষ প্রাণ মরে যাবে। তবু জীবন বড় বিস্ময়কর সুন্দর আর রহস্যময়। আর বেঁচে থাকার প্রতিটা মুহূর্তই বুঝিবা সুন্দর । জীবনের প্রতিটা মুহূর্ত আসলে উপভোগ্য । বাসযোগ্য নিরাপদ পৃথিবীতে বেঁচে থাকা জীবন আসলেই সুন্দর ।
একটা সুস্থ নিরাপদ জীবনের জন্য সামনে লড়াইটা হয়তো আরও কঠিন হতে পারে আমাদের। কেননা তাবৎ পৃথিবীতে মানুষ তার সীমারেখা অতিক্রম করে জীবন ও পরিবেশকে নষ্ট করে ফেলেছে। এখন শুদ্ধ সহজ জীবনের প্রার্থনা ছাড়া সুখময় জীবন আশা করা সম্ভব নয়।

এই যে বিস্ময়কর প্রকৃতি প্রতিদিন আপনাকে বিমোহিত করে, সুন্দর করে তা মানুষের ভাবনায় থাকেনা। এইযে জল হাওয়া ,দিনের সূর্য আর রাতের চাঁদ,গাছপালার সবুজ সতেজতা, ফসল, ফুল,পাখি,নদী,খাল তার জলধারা মানুষের সুন্দর বেঁচে থাকার দিকেই আগলে রাখে। প্রতিপালকের এই বিস্ময়কর শক্তি উপেক্ষা করে মানুষের নিরাপদ বেঁচে থাকা অসম্ভব।

মানুষের হাতে বিকল্প চাঁদ কিংবা সূর্য তৈরীর ক্ষমতা নাই। মারনাস্ত্র বানানোর ক্ষমতা আছে, আছে দেশে দেশে মানুষে মানুষে বিভাজনের কুট কৌশলের ক্ষমতা।
একটা অদৃশ্য ভাইরাস বিশ্বময় মানুষকে দেশে দেশে এই সরল শিক্ষাটা দিচ্ছে।
করোনায় হতাশাগ্রস্ত আর জীবন সংকটে মানুষ টিকে থাকতে একটা ভ্যাকসিনের অপেক্ষায় এখন বুঝিবা গোটা পৃথিবীর মানুষ। রোগের প্রতিশেষক আসবে একদিন হয়তো কিন্তু মানুষের নষ্ট জীবন প্রবাহের গতি প্রতৃতি আসলে কি বদলাবে ? হতাশা আসলেই এখানে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...